বর্ষার পদাবলি
আলী ইদরীস
আলী ইদরীস
তুমি এলেই
চৈত্রের খরাদগ্ধ মাঠে ফিরে আসে প্রাণ।
এমন সুদিনের অপেক্ষায়
প্রতীক্ষারত কৃষকের মুখে ফোটে আনন্দহাসি
নতুন পানির স্পর্শে বৃক্ষের পত্র-পল্লব সবুজাভ দ্যুতিতে দোল খায়
পুষ্প কুঁড়িদল পাপড়ি মেলে প্রকৃতিকে করে তোলে বর্ণিল
মাছরাঙা দোয়েল শংখচিল আর ফিঙ্গের দল
মেতে ওঠে শিকারের মহোৎসবে।
পুকুর-নদী-জলাশয় হয়ে ওঠে যৌবনবতী
মাঝির ভাটিয়ালি সুরেসুরে পালতোলা নাও
ধেয়ে চলে আপন ঠিকানায়
তুমি এলেই
বানভাসি মানুষের ক্ষতির হিসাব দীর্ঘতর হয়
গাঁয়ের সবচেয়ে সাহসী ও তেজি যুবক কুতুবুদ্দিন
বানের তোড়ে ভেসে যাওয়া আদরের দুগ্ধবতী গাভীর শোকে
এতই শোকাহত সে, বাকরুদ্ধ নিষ্পলক চেয়ে থাকে শূন্যে।
রক্তঘামে তিলতিল করে সাজানো ছবিরন বিবির সুখের সংসার তছনছ হয়
চুরমার হয়ে যায় পরীবানুর নবজীবনের লালিত স্বপ্ন।
অনাহারী মানুষের আহাজারি আর
সাধের বসতভিটে ছেড়ে অজানার পথে
গৃহহীন মানুষের মিছিল প্রলম্বিত হয়,
সবুজ প্রান্তর লোকালয় খাঁ খাঁ
ডুবে যায় আমাদের রূপোলী-ইলিশ শহর।
তবুও তুমি আসো, বার বার আসো কল্যাণময়ী হয়ে
ধ্বংস নয়, সৃষ্টির প্রত্যয়ে।
আমরা, আমাদের উত্তরসুরী সবাই
বৃষ্টিতে ভিজবো এবং ভিজবো সারা বর্ষা মৌসুম
নতুন সৃষ্টির উন্মাদনায়।
-----
১৪.০৮.২০১৭
Email: ali-idris@live.com
চৈত্রের খরাদগ্ধ মাঠে ফিরে আসে প্রাণ।
এমন সুদিনের অপেক্ষায়
প্রতীক্ষারত কৃষকের মুখে ফোটে আনন্দহাসি
নতুন পানির স্পর্শে বৃক্ষের পত্র-পল্লব সবুজাভ দ্যুতিতে দোল খায়
পুষ্প কুঁড়িদল পাপড়ি মেলে প্রকৃতিকে করে তোলে বর্ণিল
মাছরাঙা দোয়েল শংখচিল আর ফিঙ্গের দল
মেতে ওঠে শিকারের মহোৎসবে।
পুকুর-নদী-জলাশয় হয়ে ওঠে যৌবনবতী
মাঝির ভাটিয়ালি সুরেসুরে পালতোলা নাও
ধেয়ে চলে আপন ঠিকানায়
তুমি এলেই
বানভাসি মানুষের ক্ষতির হিসাব দীর্ঘতর হয়
গাঁয়ের সবচেয়ে সাহসী ও তেজি যুবক কুতুবুদ্দিন
বানের তোড়ে ভেসে যাওয়া আদরের দুগ্ধবতী গাভীর শোকে
এতই শোকাহত সে, বাকরুদ্ধ নিষ্পলক চেয়ে থাকে শূন্যে।
রক্তঘামে তিলতিল করে সাজানো ছবিরন বিবির সুখের সংসার তছনছ হয়
চুরমার হয়ে যায় পরীবানুর নবজীবনের লালিত স্বপ্ন।
অনাহারী মানুষের আহাজারি আর
সাধের বসতভিটে ছেড়ে অজানার পথে
গৃহহীন মানুষের মিছিল প্রলম্বিত হয়,
সবুজ প্রান্তর লোকালয় খাঁ খাঁ
ডুবে যায় আমাদের রূপোলী-ইলিশ শহর।
তবুও তুমি আসো, বার বার আসো কল্যাণময়ী হয়ে
ধ্বংস নয়, সৃষ্টির প্রত্যয়ে।
আমরা, আমাদের উত্তরসুরী সবাই
বৃষ্টিতে ভিজবো এবং ভিজবো সারা বর্ষা মৌসুম
নতুন সৃষ্টির উন্মাদনায়।
-----
১৪.০৮.২০১৭
Email: ali-idris@live.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন