রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ইতিবাচক দৃষ্টিতে দেখুন

জীবনের প্রতিটি সমস্যাকে সর্বদা ইতিবাচক দৃষ্টিতে দেখুন। যতই বিপদ আসুক, মনোবল হারাবেন না। বিপদ আপনাকে মোকাবিলা করতেই হবে। এই শপথ নিয়ে সামনে এগিয়ে যান। সফল ব্যক্তিদের জীবনী পড়ুন। দেখবেন, তাঁরা প্রায় সবাই অক্লান্ত সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। তাঁদের জীবনী আপনাকে দেবে অনুপ্রেরণা। শত ব্যস্ততার মধ্যে অন্তত একটি দিন বা একটি ঘণ্টা প্রিয়জনের সঙ্গে কাটান। বেড়াতে যান কোনো পছন্দের স্থানে। পছন্দের তালিকায় শুধু স্ত্রী, বান্ধবী বা স্বামী নয়, হতে পারে আপনার মা, বাবা, ভাই, বোন বা শ্বশুর-শাশুড়ি। প্রিয়জনের সঙ্গে বেরিয়ে পড়ুন দূরে কোথাও বা পাশাপাশি বসে টিভিতে পছন্দের কোনো অনুষ্ঠান দেখুন। এতে মন ভালো থাকবে। নিজেকে কখনোই দুঃখী মানুষ ভাববেন না। হতাশাগ্রস্ত ব্যক্তিদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে, যার পরিণতি ভয়াবহ। অবসরে ভালো কোনো গল্পের বই পড়ুন, ভালো চলচ্চিত্র দেখুন। বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্প-সাহিত্যবিষয়ক প্রদর্শনী হয়। এসব স্থানে যান। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আপনার চেয়ে আরও অনেক কষ্ট ও অসহায়ভাবে পৃথিবীর অনেকেই দিন যাপন করছে। এই মানুষগুলোর কথা চিন্তা করলে আপনার কষ্ট কমবে। নিজের চেয়ে বড় ও ভালো অবস্থানে যারা আছে, তাদের দেখে কষ্ট পাবেন না। চেষ্টা করুন তাদের মতো হওয়ার। আপনার সততা আর পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য। সময়ের অভাবে পছন্দের মানুষের সঙ্গে ফোনে কথা বলুন। আপনার পছন্দের কোনো উপহার তাকে দিন। দুঃখের স্মৃতিগুলো বাদ দিয়ে প্রিয় স্মৃতি স্মরণ করুন। তৈরি করুন একজন ভালো বন্ধু। তার সঙ্গে ভাগ করুন আপনার সব মনোভাব। কষ্ট ভাগ করে নিলে নিজেকে অনেক হালকা মনে হবে। ‘সুখের সঙ্গে দুঃখও অনিবার্য’—এই চরম সত্যটা মেনে নিয়েই আপনাকে পথ চলতে হবে।

লেখা কৃতজ্ঞতা,
মো : ওমর ফারুক সুমন
সহ- আন্তর্জাতিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী  

ছবি: ওমর ফারুক সুমন এবং তার জীবন সঙ্গী
 

মানুষ হিসেবে ভুল করার অধিকার আপনার আছে

মানুষ হিসেবে ভুল করার অধিকার আপনার আছে। আপনি প্রতিদিনই ভুল করবেন, সেগুলো থেকে উত্তরণই আপনার প্রতিদিনের সফলতা। আপনার ভুলকে পুঁজি করে কেউ আহত করলে, আঘাত দিলেই কিন্তু আপনি ভেংগে পড়বেন না। আপনাকে সম্পূর্ণ ভুল মানুষ হিসেবে কেউ দাবী করলে তাতে কষ্ট পাবেন না। কেননা, আপনি এই মানুষটা একদিনে হননি।
আপনার গোটা জীবনের প্রতিটি দিনের ছোট ছোট সৌন্দর্য মিলেই এই আপনি। আল্লাহর পৃথিবী একদিনে উলটে যায় না। কারো কথায়, আচরণে আহত হবেন না। শক্ত হোন, নিজের কাছে সততা রাখুন। আল্লাহ ঠিক জানেন আপনার অন্তরের সৌন্দর্য, অন্যদের প্রতি আপনার ভালোবাসা, শুভকামনা আর দোয়া– আপনি সবকিছুর বিনিময় অবশ্যই পাবেন। আপনার সংগোপনে করা সুন্দর চিন্তাগুলোর প্রতিবিম্ব আপনি খুঁজে পাবেন অন্য মানুষের আচরণে, কথায়।
আল্লাহর পৃথিবীটা অনন্য সুন্দর। এখানে সবকিছু মিলেই সবকিছু। অল্পতেই আশাহত হবেন না।
লেখা কৃতজ্ঞতা,মো : ওমর ফারুক সুমন
সহ- আন্তর্জাতিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী  
ছবি: ওমর ফারুক সুমন

শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

বর্ষার পদাবলি; আলী ইদরীস

বর্ষার পদাবলি
আলী ইদরীস
তুমি এলেই
চৈত্রের খরাদগ্ধ মাঠে ফিরে আসে প্রাণ।
এমন সুদিনের অপেক্ষায়
প্রতীক্ষারত কৃষকের মুখে ফোটে আনন্দহাসি
নতুন পানির স্পর্শে বৃক্ষের পত্র-পল্লব সবুজাভ দ্যুতিতে দোল খায়
পুষ্প কুঁড়িদল পাপড়ি মেলে প্রকৃতিকে করে তোলে বর্ণিল
মাছরাঙা দোয়েল শংখচিল আর ফিঙ্গের দল
মেতে ওঠে শিকারের মহোৎসবে।
পুকুর-নদী-জলাশয় হয়ে ওঠে যৌবনবতী
মাঝির ভাটিয়ালি সুরেসুরে পালতোলা নাও
ধেয়ে চলে আপন ঠিকানায়
তুমি এলেই
বানভাসি মানুষের ক্ষতির হিসাব দীর্ঘতর হয়
গাঁয়ের সবচেয়ে সাহসী ও তেজি যুবক কুতুবুদ্দিন
বানের তোড়ে ভেসে যাওয়া আদরের দুগ্ধবতী গাভীর শোকে
এতই শোকাহত সে, বাকরুদ্ধ নিষ্পলক চেয়ে থাকে শূন্যে।
রক্তঘামে তিলতিল করে সাজানো ছবিরন বিবির সুখের সংসার তছনছ হয়
চুরমার হয়ে যায় পরীবানুর নবজীবনের লালিত স্বপ্ন।
অনাহারী মানুষের আহাজারি আর
সাধের বসতভিটে ছেড়ে অজানার পথে
গৃহহীন মানুষের মিছিল প্রলম্বিত হয়,
সবুজ প্রান্তর লোকালয় খাঁ খাঁ
ডুবে যায় আমাদের রূপোলী-ইলিশ শহর।
তবুও তুমি আসো, বার বার আসো কল্যাণময়ী হয়ে
ধ্বংস নয়, সৃষ্টির প্রত্যয়ে।
আমরা, আমাদের উত্তরসুরী সবাই
বৃষ্টিতে ভিজবো এবং ভিজবো সারা বর্ষা মৌসুম
নতুন সৃষ্টির উন্মাদনায়।
-----
১৪.০৮.২০১৭
Email: ali-idris@live.com

উপদেষ্টা জনাব আলিমুজ্জামান খান (টালু খান) পবিত্র হজ্ব পালন করতে গেছেন

যশোর পলিটেকনিক প্রাক্তনীর উপদেষ্টা জনাব আলিমুজ্জামান খান (টালু খান) পবিত্র হজ্ব পালন করার জন্য সৌদি আরব যাবেন৷ তার সৌদি আরবের ফ্লাইটটি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর থেকে ১৯ আগষ্ঠ দুপুর ১২ টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন৷ তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন৷ আল্লাহ তার মনের নেক মকছুদ পূরন করুক৷ আমীন

ইতিবাচক দৃষ্টিতে দেখুন

জীবনের প্রতিটি সমস্যাকে সর্বদা ইতিবাচক দৃষ্টিতে দেখুন। যতই বিপদ আসুক, মনোবল হারাবেন না। বিপদ আপনাকে মোকাবিলা করতেই হবে। এই শপথ নিয়ে সামনে ...